মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩১৫
সলাত অধ্যায়
মৃত্যুর লক্ষণ স্পষ্ট হলে করণীয় কী?
৩১৫. হাসীন ইবনে ওয়াহওয়াহ্ থেকে বর্ণিত। তালহা ইবনে বারা (রা.) অসুস্থ হয়ে পড়লে নবী কারীম ﷺ তাঁকে দেখতে যান। তিনি তাঁর নাযুক অবস্থা দেখে বললেন: আমার মনে হচ্ছে তাঁর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যদি তা-ই হয় তবে আমাকে সংবাদ দেবে এবং তাঁর দাফন-কাফনের কাজ দ্রুত সেরে নিবে। কারণ মৃতকে তার দীর্ঘক্ষণ পরিবারের মধ্যে আটকে রাখা কোন মুসলমানর জন্য সমীচীন নয়। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنِ حُصَيْنِ بْنِ وَحْوَحٍ ، أَنَّ طَلْحَةَ بْنَ الْبَرَاءِ ، مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ ، فَقَالَ : « إِنِّي لَا أَرَى طَلْحَةَ إِلَّا قَدْ حَدَثَ بِهِ الْمَوْتُ فَآذِنُونِي بِهِ وَعَجِّلُوا فَإِنَّهُ ، لَا يَنْبَغِي لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانَيْ أَهْلِهِ » (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস থেকে জানা যায় যে, মৃত্যুর পর মৃতের দাফন-কাফনের কাজ যথা সাধ্য তাড়াতাড়ি সম্পন্ন করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)