মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩০৪
সলাত অধ্যায়
রোগীর সেবা করা, সান্ত্বনা দেওয়া ও সমবেদনা প্রকাশ করা
৩০৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: এক ইয়াহুদী যুবক নবী কারীম ﷺ এর খিদমত করত। একবার সে অসুস্থ হয়ে পড়লে নবী কারীম ﷺ তাকে দেখতে যান এবং তার শিয়রে বসে বললেন: তুমি মুসলমান হয়ে যাও। সে তার পিতার দিকে তাকাচ্ছিল। উল্লেখ্য, তার পিতাও তখন তার কাছে ছিল। সে (তার পিতা) বলল, তুমি আবুল কাসিম-এর কথা মেনে নাও। সুতরাং সে মুসলমান হয়ে গেল। নবী কারীম ﷺ তার নিকট থেকে বের হয়ে বললেন: ঐ আল্লাহরই প্রশংসা যিনি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলেন। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ قَالَ : كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمَرِضَ ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ ، فَقَالَ لَهُ : « أَسْلِمْ » ، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ : أَطِعْ أَبَا القَاسِمِ ، فَأَسْلَمَ ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ : « الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস সূত্রে একটি বিশেষ কথা জানা গেল যে, অমুসলিমরাও রাসূলুল্লাহ ﷺ-এর খিদমত করত। দ্বিতীয়ত এও জানা গেল যে, নবী কারীম ﷺ অমুসলিম রোগীদেরও দেখতে যেতেন। তৃতীয়ত এও জানা যায় যে, কোন অমুসলিম নবী কারীম ﷺ-এর সান্নিধ্যের ফলে এমনভাবে প্রভাবিত হয়ে পড়ত যে, নিজ পুত্রকে ইসলাম গ্রহণের জন্য সর্ম্পণ করাকে সর্বোত্তম কাজ মনে করত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)