মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৯৯
সলাত অধ্যায়
রোগাক্রান্ত থাকাকালে সুস্থ থাকাকালীন আমলের সাওয়াব লাভ
২৯৯. হযরত আবূ মূসা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন বান্দা রোগাক্রান্ত হয় অথবা সফর করে যার ফলে নিয়মিত আমল করতে পারে না তার জন্য তাই লেখা হয় যা সে সুস্থ থাকা অবস্থায় অথবা বাড়ী থাকা অবস্থায় আমল করত। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِىْ مُوسَى قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا مَرِضَ العَبْدُ ، أَوْ سَافَرَ ، كُتِبَ لَهُ بِمِثْلِ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে পড়ে অথবা সফরে থাকে অথবা অন্য কোন উযরবশত তার সাধারণ আমল করতে না পারে, তাহলে আল্লাহ্ তা'আলা নিজ অনুগ্রহ ও দয়ায় সুস্থ ও মুকীম বাড়ীতে অবস্থানরত থাকা কালে তার কৃত আমলের সাওয়াব তার আমলনামায় লিখে দেন। 'হে আল্লাহ্! তোমারই প্রশংসা, তোমারই জন্য শোকর, আমরা তোমার গুণ-কীর্তন করে শেষ করতে পারব না।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)