মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৯৬
সলাত অধ্যায়
রোগ ব্যাধি মু'মিনের জন্য রহমত এবং পাপের কাফ্ফারা (ক্ষতিপূরণ)
২৯৬. মুহাম্মাদ ইবনে খালিদ সুলামী (র) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর পিতামহ সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন বান্দার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে কোন মর্যাদা নির্ধারিত থাকে এবং সে যদি তা আমল করে অর্জন করতে না পারে তখন আল্লাহ্ তাঁর শরীর, সম্পদ ও সন্তানের দ্বারা পরীক্ষা করেন। তার পর তাকে ধৈর্যের তাওফীক দেন যাতে সে বিপদে ধৈর্যধারণ করে আল্লাহর নির্ধারিত মর্যাদা লাভ করতে পারে। (আহমাদ ও আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ مُحَمَّدِ بْنِ خَالِدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّ الْعَبْدَ إِذَا سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ مَنْزِلَةٌ ، لَمْ يَبْلُغْهَا بِعَمَلِهِ ابْتَلَاهُ اللَّهُ فِي جَسَدِهِ ، أَوْ فِي مَالِهِ ، أَوْ فِي وَلَدِهِ ثُمَّ صَبَّرَهُ عَلَى ذَلِكَ حَتَّى يُبْلِغَهُ الْمَنْزِلَةَ الَّتِي سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ » (رواه احمد وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলা সকল ক্ষমতার উৎস এবং সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি যদি চান তাহলে বিনা কাজে তাঁর বান্দারকে মর্যাদা সমুন্নত করতে পারেন। কিন্ত সুবিচারের দাবি হল, যে ব্যক্তি তার কাজ দ্বারা যে মর্যাদা পেতে পারে তাকে সে স্থানে রাখা। কেননা আল্লাহর বিধান হল এরূপ যে, যখন তিনি কোন বান্দার কাজ পসন্দ করেন অথবা কারো দ্বারা দু'আ করিয়ে তার মর্যাদা সমুন্নত করেন অথচ কাজ দ্বারা সে উক্ত মর্যাদায় উন্নতি হতে পারে নি, এমতাবস্থায় ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন এবং তাতে ধৈর্যধারণেরও তাওফীক দেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৯৬ | মুসলিম বাংলা