মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৯১
সলাত অধ্যায়
মৃত্যু কামনা করা এবং এর জন্য দু'আ করা নিষেধ
অনেক লোক দুনিয়ার কষ্ট ও দুশ্চিন্তার শিকার হয়ে মৃত্যু কামনা করে এবং মৃত্যুর জন্য দু'আও করে, তবে এ কাজ নিতান্ত নির্বুদ্ধিতা, ভীরুতা ও ধৈর্যহীনতার পরিচায়ক এবং ঈমানের দুর্বলতার লক্ষণও বটে। তাই রাসূলুল্লাহ ﷺ এ থেকে নিষেধ করেছেন।
অনেক লোক দুনিয়ার কষ্ট ও দুশ্চিন্তার শিকার হয়ে মৃত্যু কামনা করে এবং মৃত্যুর জন্য দু'আও করে, তবে এ কাজ নিতান্ত নির্বুদ্ধিতা, ভীরুতা ও ধৈর্যহীনতার পরিচায়ক এবং ঈমানের দুর্বলতার লক্ষণও বটে। তাই রাসূলুল্লাহ ﷺ এ থেকে নিষেধ করেছেন।
২৯১. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে সৎ হলে আরো নেকী অর্জন করবে আর অসৎ হলে (তাওবা করে) আল্লাহর সন্তোষ লাভে সমর্থ হবে। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « لاَ يَتَمَنَّى أَحَدُكُمُ المَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ ، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
উপরে যে শব্দগুচ্ছ যোগে হাদীসটি বর্ণিত হয়েছে তা হযরত আবূ হুরায়রা (রা.) সূত্রে সহীহ বুখারীতে রয়েছে, সহীহ মুসলিমের বর্ণনায় সামান্য শাব্দিক পার্থক্য দেখা যায়। তাতে মৃত্যু কামনার সাথে সাথে মৃত্যুর জন্য দু'আ করার বিষয়েও নিষেধাজ্ঞা এসেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)