মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৭৪
সলাত অধ্যায়
বড় পশু কয়ভাগে কুরবানী করা যাবে?
২৭৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। নবী কারীম ﷺ বলেছেন: প্রতিটি গরু সাতজনের এবং প্রতিটি উট সাতজনের পক্ষ থেকে কুরবানী করা যায়। (মুসলিম ও আবু দাউদ শব্দমালার আবু দাউদের)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ ، وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ » (رواه مسلم واب و داؤد واللفظ له)

হাদীসের ব্যাখ্যা:

আরব দেশে গরু ও মহিষকে একই সাথে শ্রেণীভুক্ত মনে করা হয়, আরবে এগুলো না থাকায় হাদীসে উল্লেখ করা হয়নি, মহিষের কুরবানীতেও সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান