মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৭৩
সলাত অধ্যায়
কুরবানীর পশু সম্পর্কে দিক নির্দেশনা
২৭৩. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ভাঙ্গা শিং ও ছেড়া কান বিশিষ্ট পশু (কুরবানীর উদ্দেশ্যে) যবাই করতে নিষেধ করেছেন। (ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ عَلِيٍّ ، قَالَ « نَهَى أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ ، وَالْأُذُنِ » (رواه ابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
কুরবানী মুলতঃ বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে এক প্রকার নযরানা। তাই সাধ্যানুসারে ভাল পশু কুরবানী করা উচিত। খোড়া, অন্ধ, কান বিহীন, রুগ্ন, দুর্বল, জীর্ণ-শীর্ণ, ভাঙ্গা শিং বিশিষ্ট এবং কানছেঁড়া পশু আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা উচিত নয়। কুরআন মাজীদে তাই ইরশাদ হয়েছে: لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ "তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভকরবে না।" (৩, সূরা আলে ইমরান: ৯২)
এটাই কুরবানী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশনার প্রাণশক্তি ও বিশেষ উদ্দেশ্যে।
এটাই কুরবানী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশনার প্রাণশক্তি ও বিশেষ উদ্দেশ্যে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)