মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৬৫
সলাত অধ্যায়
সাদাকাতুল ফিতর আদায়ের সময় এবং এর হিকমত
২৬৫. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ সিয়ামকে অনর্থক কথা, অশ্লীল ব্যবহার হতে পবিত্র করার এবং দুঃস্থদের মুখে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : « فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْراً لِلصَّيَامِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে সাদাকাতুল ফিতরের দু'টি হিকমত এবং দু'টি বিশেষ উপকারিতার দিকে ইঙ্গিত করা হয়েছে। ১. মুসলমানদের উৎসবের দিন তাদের দানের দ্বারা অভাবগ্রস্তদের তৃপ্তি সহকারে আহারের ব্যবস্থা করা হয়। ২. জিহবার অসংলগ্ন ও অনভিপ্রেত কথাবার্তা দ্বারা সিয়ামের উপর যে প্রভাব পড়ে সাদাকাতুল ফিতর আদায়ের মধ্য দিয়ে তার কাফ্ফারা আদায় হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)