মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৬৪
সলাত অধ্যায়
সাদাকাতুল ফিতর আদায়ের সময় এবং এর হিকমত
২৬৪. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ প্রত্যেকের উপর রমাযানের সাদাকাতুল ফিতর ফরয করে দিয়েছেন। প্রত্যেক মুসলিম ক্রীতদাস ও স্বাধীন নারী-পুরুষ, ছোট-বড় সবার উপর এক সা খেজুর অথবা এক সা যব নির্ধারণ করে দিয়েছেন। আর সালাতের উদ্দেশ্যে (ঘর থেকে) বের হওয়ার পূর্বে তা আদায়ের নির্দেশ দিয়েছেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : « فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ ، وَالذَّكَرِ وَالأُنْثَى ، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
যাকাতের ন্যায় সাদাকাতুল ফিতর ও বিত্তবানদের উপর আদায় করা ওয়াজিব। একথা যেহেতু সাধারণ মানুষ সহজেই বুঝে, তাই হাদীসে সবিস্তার বিবরণ আসেনি যে, কে ধনী এবং ইসলামে ধন্যাঢ্যতার মাপকাঠি কি? এ বিষয় সবিস্তার বিবরণ ইনশাআল্লাহ যাকাত অধ্যায়ে দেওয়া হবে।
আলোচ্য হাদীসে প্রত্যেকের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর স্বরূপ এক সা' খেজুর অথবা এক সা' যব আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, উপরিউক্ত দু'টি বস্তুই তদানীন্তন যুগে মদীনা ও তার পার্শ্ববর্তী এলাকায় খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত হতো। তাই এই হাদীসে এদু'টি বস্তুর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কোন কোন মনীষী লিখেছেন, সেকালে একটি ছোট পরিবারের জন্য এক সা' খেজুর অথবা এক সা' যব যথেষ্ট মনে করা হতো। এই হিসাবে প্রত্যেক বিত্তবানের পক্ষ থেকে তার পরিবারের ছোট বড় সবার এতটুকু পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করা উচিত যাতে একটি সাধারণ পরিবারের একদিনের ব্যয় মিটে যায়। বর্তমানকালে উপমহাদেশের অধিকাংশ আলিমের মতে, এক সা' প্রায় সাড়ে তিন সেরের কাছাকাছি।
আলোচ্য হাদীসে প্রত্যেকের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর স্বরূপ এক সা' খেজুর অথবা এক সা' যব আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, উপরিউক্ত দু'টি বস্তুই তদানীন্তন যুগে মদীনা ও তার পার্শ্ববর্তী এলাকায় খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত হতো। তাই এই হাদীসে এদু'টি বস্তুর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কোন কোন মনীষী লিখেছেন, সেকালে একটি ছোট পরিবারের জন্য এক সা' খেজুর অথবা এক সা' যব যথেষ্ট মনে করা হতো। এই হিসাবে প্রত্যেক বিত্তবানের পক্ষ থেকে তার পরিবারের ছোট বড় সবার এতটুকু পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করা উচিত যাতে একটি সাধারণ পরিবারের একদিনের ব্যয় মিটে যায়। বর্তমানকালে উপমহাদেশের অধিকাংশ আলিমের মতে, এক সা' প্রায় সাড়ে তিন সেরের কাছাকাছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)