মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৬৩
সলাত অধ্যায়
ঈদগাহে যাতায়াতের ক্ষেত্রে রাস্তা পরিবর্তন করা
২৬৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম ﷺ ঈদের দিন (বাড়ী ফেরার সময়) ভিন্ন পথ ধরে আসতেন। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ قَالَ : « كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ ঈদের দিন যে পথে ঈদগাহে যেতেন, ফেরার সময় অন্য কোন পথে বাড়ী আসতেন। আলিমগণ এর একাধিক ব্যাখ্যাও হিকমত বর্ণনা করেছেন। এই অধমের দৃষ্টিতে সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত হল এরূপ করার মূল উদ্দেশ্য ছিল, ইসলামের প্রতীক এবং মুসলমানদের সামাজিক উৎসব সমূহের অধিক প্রকাশ ও প্রচার। তাছাড়া ঈদের আনন্দ উৎসবের এটাই দাবি যে বিভিন্ন রাস্তা দিয়ে ও বিভিন্ন এলাকা দিয়ে গমনাগমন হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)