মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৬১
সলাত অধ্যায়
বৃষ্টি কারণে মসজিদে ঈদের সালাত আদায় করা
২৬১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা ঈদের দিন বৃষ্টি হলে নবী কারীম ﷺ সাহাবীদের নিয়ে মসজিদে সালাত আদায় করেন। (আবু দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، « أَنَّهُ أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ ، فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِيدِ فِي الْمَسْجِدِ » (رواه ابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
মুসলিম উম্মাতের ধর্মীয় জাতীয় উৎসবের যে মর্যাদা তার অনিবার্য দাবি হল, দুনিয়ার অপরাপর সম্প্রদায়ের জাতীয় উৎসবের ন্যায় সামষ্টিকভাবে দুই ঈদের সালাত উন্মুক্ত মাঠে আদায় করা।
উল্লিখিত হাদীস সূত্রে একথা জানা যায় যে, সাধারণভাবে নবী কারীম ﷺ ঈদের সালাত উন্মুক্ত ঈদগাহে আদায় করতেন। আর ঈদগাহে ঈদের সালাত আদায় করাই সুন্নাত। কিন্তু হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত হাদীস সূত্রে জানা যায় যে, যদি বৃষ্টি হয় কিংবা অন্য কোন কারণ উপস্থিত হয় এমতাবস্থায় ঈদের সালাত মসজিদেও আদায় করা যেতে পারে।
উল্লিখিত হাদীস সূত্রে একথা জানা যায় যে, সাধারণভাবে নবী কারীম ﷺ ঈদের সালাত উন্মুক্ত ঈদগাহে আদায় করতেন। আর ঈদগাহে ঈদের সালাত আদায় করাই সুন্নাত। কিন্তু হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত হাদীস সূত্রে জানা যায় যে, যদি বৃষ্টি হয় কিংবা অন্য কোন কারণ উপস্থিত হয় এমতাবস্থায় ঈদের সালাত মসজিদেও আদায় করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)