মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৫৯
সলাত অধ্যায়
দুই ঈদের সালাতে কিরা'আত
২৫৯. উবায়দুল্লাহ্ (র) থেকে বর্ণিত। একবার উমর (রা) আবূ ওয়াকিদ লায়সীকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ ﷺ ঈদুল আযহা ও ঈদুল ফিতরের সালাতে কোন্ সূরা পাঠ করতেন? তিনি বললেন: তিনি উভয় ঈদের সালাতে সূরা কা'ফ, সূরা 'কামার' পাঠ করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عُبَيْدِ اللَّهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ : " مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَضْحَى وَالْفِطْرِ؟ فَقَالَ : « كَانَ يَقْرَأُ فِيْهِمَا بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ وَاقْتَرَبَتِ السَّاعَةُ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
একথা বিশ্বাসযোগ্য যে রাসূলুল্লাহ ﷺ এর দুই ঈদের সালাতের কিরা'আত হযরত উমর (রা) এর স্মরণ না থাকায় আবু ওয়াকিদ লায়সী (রা) কে জিজ্ঞেস করেছিলেন। আসলে সম্ভবত আবু ওয়াকিদ লায়সীর স্মরণ শক্তি যাচাই করার জন্যই তিনি এ প্রশ্ন করে ছিলেন অথবা নিজের জানা বিষয় সম্পর্কে আরো আশ্বস্ত হবার উদ্দেশ্যে জিজ্ঞেস করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)