মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৫০
সলাত অধ্যায়
জুমু'আর (ফরয) সালাতের পূর্বের ও পরের সালাত
২৫০. হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ জুমু'আর (ফরয) সালাত আদায় করলে সে যেন তারপর চার রাক'আত সালাত আদায় করে নেয়। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا » (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান