মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২১৫
সলাত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদ সালাতের বিস্তারিত বিশ্লেষণ
২১৫. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি একবার নবী কারীম ﷺ কে তাহাজ্জুদের সালাত আদায় করতে দেখেন।। তিনি সালাত শুরু করতে গিয়ে বলেন, আল্লাহু আব্বার, আল্লাহু আব্বার, আল্লাহু আকবার (আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ) তিনি সর্বস্বত্বের অধিকারী, প্রভাবশালী, মহোত্তম ও সম্মানিত। তারপর সালাত শুরু করেন এবং (সূরা ফাতিহার পর) সূরা বাকারা পাঠ করেন। এর পর প্রায় কিয়ামের সমপরিমাণ (দীর্ঘ) সময় রুকূ করেন এবং রুকূতে 'সুবহানা রাব্বিয়াল আযীম' পাঠ করেন। তারপর রুকু থেকে মাথা উঠান এবং প্রায় রুকুর সমপরিমাণ সময় দাঁড়িয়ে 'লি রাব্বিয়াল হামদ' (আমার প্রতিপালকের জন্যই সকল প্রশংসা), সিজদায় গিয়ে 'সুবহানা রব্বিয়াল আলা' পাঠ করেন (সিজদা ও দাড়াঁনোর মত দীর্ঘ ছিল)। তারপর সিজদা থেকে মাথা উঠান এবং দুই সিজদার মাঝখানে প্রায় সিজদা পরিমাণ সময় বসে 'রাব্বিগ ফিরলী রাব্বিগ ফিরলী' (হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা কর, হে আমার 'প্রতিপালক! আমাকে ক্ষমা কর) পাঠ করেন। এভাবে তিনি চার রাক'আত সালাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা ও সূরা মায়িদা অথবা সূরা আন'আম পাঠ করেন। বর্ণনাকার তার উস্তাদ আমর ইবনে মুররা শেষ রাক'আতে মায়িদা না আন'আম পাঠ করার কথা বলেছিলেন সে বিষয় সন্দেহ প্রকাশ করেছেন। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ حُذَيْفَةَ ، أَنَّهُ رَأَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ، فَكَانَ يَقُولُ : اللَّهُ أَكْبَرُ ثَلَاثًا ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ » ، ثُمَّ اسْتَفْتَحَ فَقَرَأَ الْبَقَرَةَ ، ثُمَّ رَكَعَ فَكَانَ رُكُوعُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ ، فَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ : « سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ » ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ، فَكَانَ قِيَامُهُ نَحْوًا مِنْ رُكُوعِهِ ، يَقُولُ : لِرَبِّيَ الْحَمْدُ ، ثُمَّ سَجَدَ ، فَكَانَ سُجُودُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ ، فَكَانَ يَقُولُ فِي سُجُودِهِ : « سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى » ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ ، وَكَانَ يَقْعُدُ فِيمَا بَيْنَ السَّجْدَتَيْنِ نَحْوًا مِنْ سُجُودِهِ ، وَكَانَ يَقُولُ : « رَبِّ اغْفِرْ لِي ، رَبِّ اغْفِرْ لِي » ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ ، قَرَأَ فِيهِنَّ الْبَقَرَةَ ، وَآلَ عِمْرَانَ ، وَالنِّسَاءَ ، وَالْمَائِدَةَ ، أَوِ الْأَنْعَامَ ، شَكَّ شُعْبَةُ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এমনিতর দীর্ঘ কিরা'আত ও দীর্ঘ রুকু সিজদার সাথে রাসূলুল্লাহ ﷺ এর তাহাজ্জুদ আদায়ের ঘটনা হযরত হুযায়ফা (রা) ছাড়াও বিপুল সংখ্যক সাহাবী থেকে বর্ণিত আছে। হযরত আওফ ইবনে মালিক আশজায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একরাতে রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদের সালাত আদায় করেন যাতে প্রথম দুই রাক'আতে তিনি সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠ করেন। তারপর দুই রাক'আতে এমনিতর দু'টি দীর্ঘ সূরা সম্ভবতঃ সূরা নিসা ও মায়িদা পাঠ করেন। এসব সূরা তিনি এমনভাবে পাঠ করেন যে, যেখানে রহমতের আয়াত আসত, সেখানে দীর্ঘক্ষণ রহমত কামনা করে দু'আ করতেন; আবার যেখানে আযাবের আয়াত আসত সেখানে দীর্ঘক্ষণ আযাব থেকে নিষ্কৃতির দু'আ করতেন। প্রকাশ থাকে যে, তাহাজ্জুদ সালাতের ন্যায় অন্যান্য নফল সালাতেও কিরা'-আতের মাঝখানে দু'আ করা জায়িয বলে সকলেই একমত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)