মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২০১
সলাত অধ্যায়
সালাতুল বিতরে দু'আ কুনূত পাঠ করা
২০১. হযরত উবাই ইবনে কা'ব (রা) থেকে বার্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতরের সালাম ফিরিয়ে বলতেনঃ "সুবহানাল মালিকিল কুদ্দুস (আবূ দাউদ, নাসাঈ এবং তিনি ثلاث مرات يطيل শব্দমালা অতিরিক্ত বর্ণনা করে পাঠ করতেন এবং তা দীর্ঘ করে পাঠ করতেন। আবার অন্য বর্ণনায় আছে يرفع صوته بالثالثة তিনি তৃতীয়বারে এই বাক্যটি উচ্চস্বরে পাঠ করতেন।
کتاب الصلوٰۃ
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ ، ‏‏‏‏‏‏قَالَ : ‏‏‏‏ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ فِي الْوِتْرِ ، ‏‏‏‏‏‏قَالَ : ‏‏‏‏ "سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ". (رواه ابوداؤد والنسائى وزاد “ ثلث مرات يطيل ”)
tahqiqতাহকীক:তাহকীক চলমান