মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৯৫
সলাত অধ্যায়
বিতরের সালাত
১৯৫. হযরত ইবনে উমর (রা) সূত্রে নবী ﷺ বলেছেনঃ তোমরা বিতরকে তোমাদের রাতের শেষ সালাত বানাও। (শেষ সালাত যেন বিতরের সালাত হয়।) (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا". (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উপরে বর্ণিত হাদীস দ্বারা সালাতুল বিতর সম্পর্কে এই সাধারণ বিধান জানা যায় যে, সালাতুল বিতর রাতের সকল সালাতের পরে আদায় করা উচিত এমন কি নফলেরও পরে। যার শেষ রাতে উঠার ব্যাপারে নিজের প্রতি আস্থা রয়েছে সে যেন প্রথম রাথে সালাতুল বিতর আদায় না করে বরং শেষ রাতে তাহাজ্জুদের সাথে আদায় করে নেয়। আর যার নিজের উপর এই আস্থা নেই সে যেন প্রথম রাতেই তা আদায় করে নেয়। কিন্তু কোন কোন সাহাবীকে রাসূলুল্লাহ ﷺ তাদের অবস্থার প্রতি লক্ষ্য করে প্রথম রাতে সালাতুল বিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। হযরত আবূ হুরায়রা (রা) ঐ সকল অবকাশ প্রাপ্তদের অন্যতম। সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে তাঁর বর্ণনা পাওয়া যায় নবী ﷺ আমাকে কতিপয় বিষয়ের উপদেশ দেন তন্মধ্যে একটি ছিল এই যে, "আমি যেন প্রথম রাতেই সালাতুল বিতর আদায় করে নেই"।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)