মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৮০
সলাত অধ্যায়
সুন্নাত ও নফল সালাতসমূহ
দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরয করা হয়েছে এবং বলা চলে তা ইসলামের অন্যতম রুকন এবং ঈমানের অন্যতম দাবি। এই ফরয সালাতের আগে কিংবা পরে অথবা অন্য কোন সময়ে কিছু সালাত আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ লোকদের উৎসাহিত করেছেন। এসবের মধ্যে যেগুলোর জন্য তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন অথবা অন্যকে তাগিদ দানের সাথে সাথে নিজে আমল করে দেখিয়েছেন সাধারণ পরিভাষায় এগুলো সুন্নাত নামে অভিহিত এবং এ ছাড়া অপরাপর সালাতসমূহ নফল রূপে পরিচিত। যে সব সুন্নাত কিংবা নফল সালাত ফরয সালাতের পূর্বে আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তার বিশেষ হিকমত হল এই যে, ফরয সালাতের মাধ্যমে বান্দা যেহেতু আল্লাহ্ তা'আলার দরবারে বিশেষ হাযিরী পেশ করে, তাই একাজ শুরু করার পূর্বে একাকী দুই-চার রাক'আত সালাত আদায় করে তাঁর প্রতি পূর্ণ মনোনিবেশ সহ নিজকে তাঁর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেয়া জরুরী। পক্ষান্তরে যে সব সুন্নাত কিংবা নফল সালাত ফরয সালাতের পর আদায়ের প্রতি অনুপ্রাণিত করা হয়েছে তার হিকমত হল এই যে, ফরয সালাতে যে সব ত্রুটি-বিচ্যুতি সংঘটিত হয়ে গেছে তা প্রতিবিধান কল্পে কয়েক রাক'আত সুন্নাত কিংবা নফল সালাত আদায় করা হয়। তবে যে সকল সালাতের আগে কিংবা পরে কোন সুন্নাত কিংবা নফল সালাত নেই অথবা সরাসরি এরূপ সালাত আদায় নিষেধ করা হয়েছে তাতেও কিছু হিকমত আছে বৈকি! ইনশাআল্লাহ্ যথাস্থানে এবিষয় বর্ণনা করা হবে।

ফরয সালাতের আগে পরে ব্যতীত যে সকল স্বতন্ত্র নফল সালাত রয়েছে যেমন চাশত এবং রাতে তাহাজ্জুদের সালাত, তা মূলত কেবল আল্লাহর সর্বাধিক নৈকট্য প্রাপ্ত বান্দাদেরই নসীব হয়। এই সংক্ষিপ্ত ভূমিকার পর সুন্নাত ও নফল সালাত সম্পর্কীয় কতিপয় হাদীস পাঠ করা যেতে পারে।

দিন রাতের সুন্নাতে মু'আক্কাদা সালাতসমূহ
১৮০. হযরত উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি দিন রাতে বার রাক'আত, (ফরয ছাড়াও সুন্নাত) সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করা হবে। সেসব সুন্নাত হল- যুহরের সালাতের পূর্বে চার রাক'আত ও পরে দুই রাক'আত, মাগরিবের সালাতের পরে দুই রাক'আত, এশার সালাতের পরে দুই রাক'আত, এবং ফজরের সালাতের পূর্বে দুই রাক'আত। (তিরমিযী)
(উম্মু হাবীবা (রা) এই রিওয়ায়াতটি সহীহ্ মুসলিমেও রয়েছে কিন্তু সেখানে রাক'আত সমূহের বিস্তারিত পৃথক পৃথক বিবরণ নেই।)
کتاب الصلوٰۃ
عَنْ أُمِّ حَبِيبَةَ ، قَالَتْ : ‏‏‏‏ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‏‏‏‏ " مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ، ‏‏‏‏‏‏أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، ‏‏‏‏‏‏وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، ‏‏‏‏‏‏وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ ، ‏‏‏‏‏‏وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ" (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে যুহরের (ফরযের) পূর্বে চার রাক'আত সুন্নাতের কথা উল্লেখ আছে। আলোচ্য হাদীসের মর্মের অনুরূপ একটি হাদীস সুনানে নাসায়ীতে হযরত আয়েশা (রা) সূত্রে বর্ণিত হয়েছে এবং সহীহ্ মুসলিমে হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ ﷺ-এর আমল বিধৃত হয়েছে। নবী কারীম ﷺ যুহরের সালাত আদায়ের পূর্বে ঘরে চার রাক'আত সুন্নাত সালাত আদায় করে নিতেন, এরপরে মসজিদে গিয়ে যুহরের সালাতের ইমামতি করতেন। তারপর ঘরে ফিরে এসে দুই রাকা'আত সালাত আদায় করে নিতেন। অনুরূপ মাগরিবের সালাতের ইমামতি করার পর ঘরে ফিরতেন এবং দুই রাক'আত সালাত আদায় করে নিতেন। হাদীসের শেষ পর্যায়ে তিনি (আয়েশা) বলেন, সুবহে সাদিক হলে প্রথমে দুই রাক'আত সালাত আদায় করে নিতেন। কিন্তু কোন কোন হাদীসে যুহরের ফরযের পূর্বে চার রাক'আতের স্থলে দুই রাক্'আতের বর্ণনা পাওয়া যায়। যেমন পরবর্তী হাদীস থেকে তা জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান