মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৭৬
সলাত অধ্যায়
সালামের পর যিকর ও দু'আ
১৭৬. হযরত আবু যুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবনে যুবায়র (রা) কে এই মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতে শুনেছি তিনি বলেছেন: রাসূলুল্লাহ ﷺ সালাত শেষে সালাম ফিরিয়ে বলতেন:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْ قَدِيرُ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا إِيَّاهُ لَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

"আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সর্ববিষয়ের উপর ক্ষমতাবন। আল্লাহ্ ছাড়া কারো শক্তি সামর্থ্য নেই। আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই। আমরা তাঁর দাসত্ব ব্যতীত কারো দাসত্ব করি না। তাঁরই সমস্ত নিয়ামত সমস্ত অনুগ্রহ ও সমস্ত উত্তম প্রশংসা। আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই। আনুগত্য একমাত্র তাঁরই উদ্দেশ্যে, যদিও তা কাফিররা অপসন্দ করে।" (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِىْ الزُّبَيْرِ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ ، يَخْطُبُ عَلَى هَذَا الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ إِذَا سَلَّمَ فِي دُبُرِ الصَّلَاةِ أَوِ الصَّلَوَاتِ « لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ ، وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

মুগীরা ইবনে শু'বা (রা) বর্ণিত পূর্বোল্লিখিত হাদীস এবং আবদুল্লাহ্ ইবনে যুবায়র (রা) বর্ণিত হাদীসের মধ্যে মূলত: কোন পার্থক্য নেই। প্রকৃত কথা হল এই যে, কখনো সালাতের পর নবী কারীম ﷺ থেকে এরূপ শুনা যেত আবার কখনো পূর্বোক্ত রূপও শোনা যেত। এসকল দু'আ পাঠের ব্যাপারে কোন প্রকার বাধ্যবাধকতা নেই। বরং সময় সুযোগ অনুযায়ী যার যা ইচ্ছে, পাঠ করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান