মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৭৪
সলাত অধ্যায়
সালামের পর যিকর ও দু'আ
১৭৪. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ যখন সালাত শেষ করতেন তখন তিনবার ইস্তিগফার পাঠ করতেন (ক্ষমা চাইতেন) এবং বলতেন- اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، ‌وَمِنْكَ ‌السَّلَامُ، ‌تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ "হে আল্লাহ্! তুমি শান্তির আধার এবং তুমিই শান্তির উৎস। হে মহিমান্বিত ও সম্মানিত! তুমিই বরকতময়।" (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ ثَوْبَانَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ : « اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ »
(رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

হযরত সাওবান (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ সচরাচর সালাম ফিরানোর পর তিনবার ইস্তিগফার করতেন অর্থাৎ আল্লাহর দরবারে তিনবার 'আস্তাগফিরুল্লাহ্' (আল্লাহ্ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি) পাঠ করতেন। এ হল, প্রকৃত অর্থে পূর্ণ দাসত্বের নযরানা পেশ করা। মুসল্লীর সালাত শেষে তার ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নেয়া উচিত।

হযরত সাওবান (রা) বর্ণিত হাদীসে ইস্তিগফার পাঠের পর যে একটি ক্ষুদ্র দু'আ বর্ণিত হয়েছে বিশুদ্ধ বর্ণনায় এতটুকুই পাওয়া যায় اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، ‌وَمِنْكَ ‌السَّلَامُ، ‌تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ সাধারনত ‌وَمِنْكَ ‌السَّلَامُ এর পর আরো বাড়িয়ে যে বলা হয় ‌"‌وإليك ‌يرجع ‌السلام، فحينا ربنا بالسلام، ‌وأدخلنا ‌الجنة ‌دار ‌السلام" হাদীস বিশারদগণ পরিষ্কার বলেছে, এ বর্ধিত অংশ রাসূলুল্লাহ ﷺ থেকে বিশুদ্ধ ও প্রামাণ্য সূত্রে বর্ণিত হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান