মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৩৯
সলাত অধ্যায়
ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৩৯. হযরত তালক ইবনে আলী হানাফী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি সালাতের রুকু ও সিজদায় পিঠ সোজা রাখে না। আল্লাহ্ তা'আলা তার সালাতের প্রতি সুদৃষ্টি দেন না। (আহমাদ)
کتاب الصلوٰۃ
عَنْ طَلْقِ بْنِ عَلِيٍّ الْحَنَفِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا يَنْظُرُ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى صَلَاةِ عَبْدٍ لَا يُقِيمُ فِيهَا صُلْبَهُ بَيْنَ رُكُوعِهَا وَسُجُودِهَا " (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

মুসল্লীর সালাতের প্রতি আল্লাহর দৃষ্টি না দেওয়ার অর্থ হচ্ছে এই যে, এ ধরনের সালাত তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। নতুবা আসমান-যমীনে এখন কোন বস্তু নেই যা তার দৃষ্টি সীমার অগোচরে রয়েছে। উপরিউক্ত হাদীস দৃষ্টিতে রাসূলুল্লাহ ﷺ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন: যে ব্যক্তি যথা নিয়মে রুকূ ও সিজদা আদায় করে না তার সালাত গ্রহণ করা হবে না- এটাই হচ্ছে উভয় হাদীসের মূল দিক নির্দেশনা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান