মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১২৮
সলাত অধ্যায়
এশার সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১২৮. হযরত বারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি নবী কারীম ﷺ কে এশার সালাতে সূরা আত্-তীন পাঠ করতে শুনেছি। আমি কাউকে তাঁর চাইতে সুমধুর কণ্ঠে কিরা'আত পাঠ করতে শুনি নি (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ البَرَاءَ ، قَالَ : " سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي العِشَاءِ : وَالتِّينِ وَالزَّيْتُونِ وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ ". (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

বুখারী ও মুসলিমের কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে, হযরত বারা ইবনে আযির (রা) সূত্রে যে বর্ণনা পাওয়া যায় তা মূলতঃ সফরকালীন সময়ের। নবী কারীম ﷺ এশার সালাতের কোন এক রাক'আতে সূরা আত্-তীন পাঠ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান