মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১২৫
সলাত অধ্যায়
মাগরিবের সালাতে রাসূলুল্লাহ ﷺ-এর কিরা'আত
১২৫. হযরত জুবাইর ইবনে মুতঈম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ কে মাগরিবের সালাতে সূরা আত-তুর পাঠ করতে শুনেছি। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ : " سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي المَغْرِبِ بِالطُّورِ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

পূর্বোল্লিখিত হাদীসে মাগরিবের সালাতে যে সকল সূরার কিরা'আতের কথা বিধৃত হয়েছে, তার মধ্যে ক্ষুদ্রতম قصار কোন সূরা স্থান পায়নি। বরং তাতে দীর্ঘ طوال সূরাসমূহের কথা বর্ণিত হয়েছে। এমনকি হযরত আয়েশা (রা) এর হাদীসে সূরা আ'রাফের বর্ণনা এসেছে যা প্রায় সোয়া পারা স্থান জুড়ে আছে। মোটকথা এ চারটি হাদীস দ্বারা পরিষ্কার জানা যাচ্ছে যে, রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু পরে বর্ণিত হাদীস থেকে জানা যাবে যে, তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, উল্লিখিত চারটি হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে যে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়। ইনশাআল্লাহ একটু পরেই হযরত ফারূক-ই-আযম (রা) এর এ চিঠির বর্ণনা আসবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান