মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১২৩
সলাত অধ্যায়
যুহর ও আসরের সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১২৩. হযরত জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ যুহরের সালাতে সূরা আল-লায়ল পাঠ করতেন। অন্য বর্ণনা মতে সূরা আলা পাঠ করতেন। আসরের সালাতে অনুরূপ সূরা এবং ফজরের সালাতে তার চেয়েও দীর্ঘ সূরা পাঠ করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ بِاللَّيْلِ إِذَا يَغْشَى ، وَفِىْ رِوَايَةٍ بِسَبِّحِ اسْمِ رَبِّكَ الْاَعْلَى وَفِي الْعَصْرِ نَحْوَ ذَلِكَ. وَفِي الصُّبْحِ أَطْوَلَ مِنْ ذَلِكَ. (رواه مسلم)