মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১২২
সলাত অধ্যায়
যুহর ও আসরের সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১২২. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ যুহরের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা ও তার সাথে দু'টি সূরা এবং শেষ দুই রাক'আতে কেবল সূরা ফাতিহা পাঠ করতেন। কখনো কখনো আমরা আয়াত শুনতে পেতাম। যুহরের প্রথম রাক'আতে দীর্ঘ কিরা'আত পাঠ করতেন। কিন্তু দ্বিতীয় রাক'আতের কিরা'আত (প্রথম রাক'আতের ন্যায়) দীর্ঘ হতো না। অনুরূপ তিনি আসর ও ফজরের সালাতেও করতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي قَتَادَةَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ ، وَسُورَتَيْنِ ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ ، وَهَكَذَا فِي العَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ কখনো কখনো যুহরের শব্দহীন কির'আত সম্বলিত সালাতে এক আধ আয়াত এমনভাবে পাঠ করতেন যা পেছনের লোকেরা শুনতে পেত। কোন কোন ভাষ্যকার লিখেছেনঃ কখনো কখনো আল্লাহর প্রেমে ডুবে থাকার কারণে তাঁর এ অবস্থা হতো, আবার কখনো শিক্ষাদানের লক্ষ্যে স্বেচ্ছায় এরূপ করতেন। তাঁর উদ্দেশ্য থাকত, তিনি অমুক সূরা পাঠ করছেন তা অবহিত করা অথবা নিজ কাজের মাধ্যমে এ মাসআলা স্পষ্ট করে দেওয়া যে, শব্দহীন কিরা'আত সম্বলিত সালাতে এক আধ আয়াত এমন শব্দে পাঠ করা যায় পেছনের মুক্তাদী শুনতে পায় এবং এতে সালাতের কোন ক্ষতি হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)