মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১১৬
সলাত অধ্যায়
ফজরের সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১১৬. হযরত আবদুল্লাহ্ ইবনে সায়িব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মক্কায় আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন এবং (তাতে) সূরা আল-মু'মিনূন পাঠ করেন। যখন মূসা ও হারুন (আ) অথবা ঈসা (আ) এর উল্লেখ সম্পর্কিত আয়াত পর্যন্ত পৌছেন। তখন নবী কারীম ﷺ এর কাশি এলো, ফলে তিনি রুকূতে চলে যান। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ قَالَ : " صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : الصُّبْحَ بِمَكَّةَ فَاسْتَفْتَحَ سُورَةَ الْمُؤْمِنِينَ حَتَّى جَاءَ ذِكْرُ مُوسَى ، وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى أَخَذَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ فَرَكَعَ. (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান