মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১০৯
সলাত অধ্যায়
কতিপয় বিশেষ যিকর ও দু'আ
১০৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ যখন সালাত শুরু করতেন তখন বলতেন- سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ "হে আল্লাহ্! তুমি মহাপবিত্র, তোমার জন্যই প্রশংসা, তোমার নাম বরকতপূর্ণ, তোমার মর্যাদা সর্বোচ্চ এবং তুমি ছাড়া কোন ইলাহ্ নেই।" (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ قَالَ : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلاَ إِلَهَ غَيْرُكَ. (رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাফিয মাজদুদ্দীন ইবনে তাইমিয়া (র) 'মুন্তাকা' গ্রন্থে সুনানে সাঈদ ইবনে মানসূরের বরাতে হযরত আবূ বকর (রা) সম্পর্কে, সহীহ মুসলিমের বরাতে হযরত উমর (রা) সম্পর্কে, এবং দারু কুতনীর বরাতে হযরত উসমান ও আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) সম্পর্কে বর্ণনা করেন যে, তাঁরা সকলেই তাকবীরে তাহরীমার পর سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ পাঠ করতেন। তাঁদের এ আমল থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ তাকবীরে তাহরীমার পর সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ পাঠ করতেন। তাই হাদীসে উদ্ধৃত অপরাপর দু'আ পাঠ করার তুলনায় এ দু'আ পাঠ করাই উত্তম। যদিও আপরাপর বিশুদ্ধ দু'আ পাঠ করাও সঠিক। যেমন ইতিপূর্বে উল্লিখিত হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণিত اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي " দু'আ এবং হযরত আলী (রা) কর্তৃক পাঠকৃত দু'আ যা সামনের হাদীসে আসবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান