মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১০৩
সলাত অধ্যায়
ইমাম কর্তৃক মুক্তাদীর প্রতি লক্ষ্য রাখা
১০৩. হযরত আলী ও মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ সালাত আদায় করতে এসে ইমামকে কোন এক অবস্থায় পেলে, ইমাম যেরূপ করে সেও যেন তদ্রুপ করে। (তাকে রুকু, সিজদা ইত্যাদি অবস্থায় পাবে সেই অবস্থায় তার সাথে সালাতে অংশগ্রহণ করবে)। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ عَلِيٍّ وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالاَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلاَةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ.
(رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান