মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৯৪
সলাত অধ্যায়
নারীদেরকে পুরুষের এমনকি বালকদের পেছনে দাঁড়াতে হবে
৯৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি এবং (আমার ভাই) ইয়াতীম আমাদের ঘরে নবী কারীম ﷺ এর পেছনে সালাত আদায় করি। আর (আমাদের মা) উম্মু সুলায়ম (রা) আমাদের পেছনে (সালাতে) দাঁড়িয়ে ছিলেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ قَالَ : صَلَّيْتُ اَنَا وَيَتِيْمٌ فِىْ بَيْتِنَا خَلْفَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاُمُّ سُلَيْمٍ خَلْفَنَا (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা একথা পরিষ্কার হয়ে উঠে যে, জামা'আতে যদি একজন মহিলাও অংশগ্রহণ করে, তবুও তাকে পুরুষ ও বালকদের পেছনে দাঁড়াতে হবে। এমনকি সামনের কাতারে দাঁড়ানোর স্থান থাকলেও। পৃথকভাবে একাকী পেছনে দাঁড়াতে হবে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ﷺ স্বয়ং উম্মু সুলায়মকে পেছনে দাঁড় করিয়ে দিয়েছিলেন।
পূর্বে উল্লিখিত হাদীস থেকে জানা যায় যে, পেছনের সারিতে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করা কত অপসন্দনীয় কাজ। কিন্তু পুরুষ তো দূরের কথা বালকদের সাথে মহিলাদের একত্রে দাঁড়িয়ে সালাত আদায় করা শরী'আতের দৃষ্টিতে আরও অপসন্দনীয় কাজ এবং বিপদজ্জনকও বটে। সুতরাং একজন মহিলা হলেও তাকে কেবল অনুমতি নয় বরং এ মর্মে নির্দেশ দেয়া হয়েছে যে, সে যেন সর্বশেষ কাতারের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করে।
পূর্বে উল্লিখিত হাদীস থেকে জানা যায় যে, পেছনের সারিতে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করা কত অপসন্দনীয় কাজ। কিন্তু পুরুষ তো দূরের কথা বালকদের সাথে মহিলাদের একত্রে দাঁড়িয়ে সালাত আদায় করা শরী'আতের দৃষ্টিতে আরও অপসন্দনীয় কাজ এবং বিপদজ্জনকও বটে। সুতরাং একজন মহিলা হলেও তাকে কেবল অনুমতি নয় বরং এ মর্মে নির্দেশ দেয়া হয়েছে যে, সে যেন সর্বশেষ কাতারের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)