মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৯০
সালাত অধ্যায়
কাতারের বিন্যাস পদ্ধতি
৯০. হযরত আবূ মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ ﷺ এর সালাতের বিষয়ে অবহিত করব না? এরপর তিনি বলেন, সালাত আদায়ের প্রথমে তিনি পুরুষদের, তারপর বালকদের সারি বিন্যাস করতেন। এরপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করতেন। তারপর তিনি বলতেন: এটাই আমার উম্মাতের সালাতের বিন্যাস পদ্ধতি।
کتاب الصلوٰۃ
عَنْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ قَالَ : أَلَا أُحَدِّثُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « أَقَامَ الصَّلَاةَ ، وَصَفَّ الرِّجَالَ وَصَفَّ خ َلْفَهُمُ الْغِلْمَانَ ، ثُمَّ صَلَّى بِهِمْ فَذَكَرَ صَلَاتَهُ » ثُمَّ قَالَ : " هَكَذَا صَلَاةُ أُمَّتِي. (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে সঠিক ও সুন্নাত পদ্ধতি হচ্ছে এই যে, প্রথম হবে পুরুষদের কাতার তার পেছনে হবে শিশুদের কাতার, পরবর্তী হাদীস থেকে আরো জানা যাবে যে, জামা'আতে যদি মহিলারা অংশগ্রহণ করেন তবে তারা শিশুদের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান