মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৮৩
সালাত অধ্যায়
কোন্ অবস্থায় জামা'আতে সালাত আদায় করা জরুরী নয়
৮৩. হযরত আবদুল্লাহ্ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি: যখন সালাতের জামা'আত শুরু হয় এবং তোমাদের কারো পেশাব পায়খানার বেগ শুরু হয়, তখন তার পেশাব পায়খানা করে নেয়া উচিত।
(তিরমিযী, মুয়াত্তা ইমাম মালিক, আবূ দাউদ ও নাসায়ী কিছু শাব্দিক পার্থক্যসহ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন)
(তিরমিযী, মুয়াত্তা ইমাম মালিক, আবূ দাউদ ও নাসায়ী কিছু শাব্দিক পার্থক্যসহ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللهِ بْنِ الأَرْقَمِ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ وَوَجَدَ أَحَدُكُمُ الخَلاَءَ فَلْيَبْدَأْ بِالخَلاَءِ. (رواه الترمذى وروى مالك وأبو داؤد والنسائى نحوه)
হাদীসের ব্যাখ্যা:
উল্লিখিত হাদীসমূহে প্রবল বাতাস, বৃষ্টি, প্রচণ্ড শীত, পানাহার এবং পেশাব পায়খানার বেগের সময় জামা'আতের সালাত আদায় করতে না পারায় একাকী সালাত আদায়ের যে অনুমতি দেওয়া হয়েছে, এতে একথা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, ইসলাম মানুষের অপারগতার বিষয়টি বিবেচনায় রেখেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)