মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৭৬
সলাত অধ্যায়
জামা'আতের গুরুত্ব
৭৬. হযরত আবূ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে গ্রামে বা প্রান্তরে তিন জন লোকও অবস্থান করে অথচ সালাতের জামা'আত কায়েম করেনা, তাদের শয়তান কাবু করে ফেলে। কাজেই জামা'আতের সাথে সালাত আদায় করা তোমাদের অপরিহার্য কর্তব্য। কারণ দলচ্যুত একক বকরীকেই বাঘে ধরে খায়। (আহমাদ, আবূ দাউদ, নাসায়ী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ ، فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ » (رواه احمد وابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

কোথাও যদি তিন জন মুসল্লী থাকে, তাদেরও জামা'আতে সালাত আদায় করা উচিত। যদি তারা তা না করে তাহলে শয়তান অতি সহজেই তাদেরকে শিকারে পরিণত করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান