মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৭৫
সালাত অধ্যায়
জামা'আতের গুরুত্ব
৭৫. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি মু'আযযিনের আযানে শুনতে পায়, আর কোন উযর তাকে (জামা'আতে অংশগ্রহণ) থেকে বিরত না রাখে, (তা সত্ত্বেও যদি সে জামা'আতে শরীক না হয়, তবে তার সালাত কবুল হবে না। সাহাবা কিরাম (রা) বললেনঃ উযর কি? তিনি বললেন জানমালের ক্ষতির আশংকা কিংবা রোগ ব্যাধি। (আবূ দাউদ ও দারু কুতনী)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ ، عُذْرٌ » ، قَالُوا : وَمَا الْعُذْرُ؟ ، قَالَ : « خَوْفٌ أَوْ مَرَضٌ ، لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى » (رواه ابوداؤد والدار قطنى)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে সালাতের জামা'আত বর্জনকারীদের বিরুদ্ধে কঠিন সতর্কবাণী ও ধমক উচ্চারিত হয়েছে। কোন কোন বিশেষজ্ঞ বলেছেন, উযূ যেমন সালাতের জন্য শর্ত, তেমনি জামা'আত ও (সালাত কবুলের জন্য শর্ত)। উযর ছাড়া সালাতের জামা'আত ত্যাগ জনিত কারণে সালাতই আদায় হয় না। কিন্তু অধিকাংশ ইমামগণের মতে এহেন ব্যক্তির সালাত আদায় হয়ে যাবে, তবে তা হবে নিতান্ত অসম্পূর্ণ আদায়, তার সাওয়াবও হবে খুবই কম এবং আমলের যে উদ্দেশ্য- আল্লাহর বিশেষ সন্তোষ অর্জন তা থেকেও সে বঞ্চিত হবে। অধিকাংশ আলিমের মতে, এটাই হল সালাত কবুল না হওয়ার মর্ম। অন্যান্য হাদীসে যেখানে জামা'আতের সাথে এবং জামা'আত বিহীন সালাতের সাওয়াবের মধ্যে বিরাট ব্যবধানের উল্লেখ রয়েছে তাতেও জমহুর আলিমদের অভিমতের সমর্থন পাওয়া যায়। তবে এ কথা সত্য যে, সামর্থ্য থাকা সত্ত্বেও জামা'আত বর্জন মূলত রহমত ও সাওয়াব থেকে বঞ্চিত হওয়া ও দুর্ভাগ্যের শিকার হওয়ারই নামান্তর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)