মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৬৯
সলাত অধ্যায়
মসজিদে মহিলাদের সালাত আদায়ের অনুমতি
৬৯. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম ﷺ বলেছেন: তোমাদের স্ত্রীগণ রাতে মসজিদে সালাত আদায়ের অনুমতি চাইলে তোমরা তাদের অনুমতি দিবে। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى المَسْجِدِ ، فَأْذَنُوا لَهُنَّ » (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান