মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৬৩
সলাত অধ্যায়
মসজিদের বাহ্যিক আড়ম্বর ও শান-শওকত অপছন্দনীয়
৬৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি মসজিদকে (অতিরিক্ত) উঁচু ও চাকচিক্যময় করতে আদিষ্ট হই নি। এ হাদীস বর্ণনা করার পর বর্ণনাকারী ইবনে আব্বাস (রা) ভবিষ্যতবাণী করেন এমন সময় আসবে যখন তোমরা ইয়াহুদী- নাসারাদের ন্যায় তা চাকচিক্যময় করে তুলবে। (আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ » ، قَالَ ابْنُ عَبَّاسٍ : لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُودُ وَالنَّصَارَى. (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এর বাণী-"আমি মসজিদকে চাকচিক্যময় করতে আদিষ্ট হই নি।" এর মর্ম হচ্ছে এই যে, মসজিদের বাহ্যাড়ম্বর ও চাকচিক্য অবস্থা কোন প্রশংসনীয় কাজ নয়। বরং মসজিদ সাদাসিধে করে নির্মাণ করাই সমীচীন। এ হাদীসে হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) উম্মাতের ব্যাপারে যে মন্তব্য করেছেন। তার কারণ হয়ত এই যে, তিনি কোন এক সময় নবী ﷺ এর নিকট থেকে এ বিষয় শুনে থাকবেন। ইমাম ইবনে মাজাহ (র) ইবনে আব্বাস (রা) সূত্রে নিম্নবর্ণিত হাদীসটি রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন-"আমরা দেখতে পাচ্ছি এমন এক সময় আসবে যখন (আমি তোমাদের মধ্যে থাকব না) তোমরা তোমাদের মসজিদগুলোকে চাকচিক্যময় করে তুলবে যেমনিভাবে ইয়াহুদীরা তাদের উপাসনালয় ও খ্রিস্টানরা তাদরে গির্জা আড়ম্বরপূর্ণ ও চাকচিক্যময় করে থাকে।"

আবার এটাও সম্ভব যে হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) মুসলমানদের মেযাজ, মন-মানসিকতা ও জীবন পদ্ধতির পরিবর্তন লক্ষ্য করে এরূপ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে তার ভবিষ্যদ্বাণী যে অবস্থার প্রেক্ষিতেই হোক না কেন তা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হয়েছে। কেননা উপমহাদেশে আমরা এমন সব চাকচিক্যময়পূর্ণ মসজিদ দেখতে পাই যার সাথে ইয়াহুদী-নাসারাবাদের উপাসনালয়ের কোন তুলনাই হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান