মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৬০
সলাত অধ্যায়
মসজিদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন ঈমানের লক্ষণ
৬০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা যখন কাউকে নিয়মিত মসজিদে যাতায়াত করতে দেখবে, তখন তার ঈমানের সাক্ষ্য দিবে। কেননা আল্লাহ্ তা'আলা বলেছেন: إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ "তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যারা ঈমান আনে আল্লাহ্ ও পরকালে।" (৯, সূরা তাওবা: ১৮) (তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَتَعَاهَدُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ ، فَإِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ : {إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ. (رواه الترمذى وابن ماجه والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

মসজিদ আল্লাহর ইবাদতের কেন্দ্রস্থল এবং দীনের অন্যতম প্রতীক। কাজেই এর সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ও তত্ত্বাবধানের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা এবং মসজিদকে আল্লাহর ইবাদত দ্বারা আবাদ করা কর্তব্য। এগুলো সাচ্চা ঈমানের লক্ষণ ও প্রমাণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান