মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৫৯
সালাত অধ্যায়
তাহিয়্যাতুল মাসজিদ
৫৯. হযরত কা'ব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ সফর শেষে কেবলমাত্র দিনের বেলা চাশতের সময় বাড়ী ফিরতেন। তবে যখনই আসতেন প্রথমে মসজিদে প্রবেশ করতেন এবং দুই রাক'আত সালাত আদায় করে সেখানে কিছুক্ষণ বসতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « كَانَ لَا يَقْدَمُ مِنْ سَفَرٍ إِلَّا نَهَارًا فِي الضُّحَى ، فَإِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ ، فَصَلَّى فِيهِ رَكْعَتَيْنِ ، ثُمَّ جَلَسَ فِيهِ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

অপরাপর হাদীস সূত্রে সবিস্তার জানা যায় যে, নবী কারীম ﷺ যখন সফর থেকে বাড়ী ফিরতেন তখন মদীনার অদূরে কোথাও শেষ অবস্থান নিতেন। ফলে মদীনায় এ মর্মে সংবাদ ছড়িয়ে পড়ত যে, তিনি অমুক স্থানে যাত্রা বিরতি করছেন এবং আগামীকাল ভোরে মদীনার তাশরীফ আনবেন। তারপর তিনি ভোরবেলা রওয়ানা করে চাশতের সময় মদীনায় উপস্থিত হতেন এবং প্রথমে মসজিদে অবস্থান নিতেন। তিনি যেন তাঁর ঘরে প্রবেশের পূর্বে আল্লাহর দরবারে তাঁর ইবাদতের নযরানা পেশ করতেন। তারপর কিছুক্ষণ মসজিদে অবস্থান করতেন এবং সাক্ষাৎ প্রার্থীরা তাঁর সঙ্গে মুলাকাত করে ধন্য হতেন। এই ছিল মসজিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর সর্বোত্তম আদর্শিকে নমুনা। আল্লাহ্ তা'আলা আমদের সবাইকে এর মর্ম বুঝার এবং তা অনুসরণ করার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান