মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৫৮
সালাত অধ্যায়
তাহিয়্যাতুল মাসজিদ
৫৮. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন সে যেন মসজিদে বসার পূর্বে দুই রাক'আত সালাত আদায় করে নেয়। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي قَتَادَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর সাথে মসজিদের রয়েছে নিবিড় সম্পর্ক। এ সম্পর্কের সূত্র ধরে মসজিদকে আল্লাহর ঘর বলা হয়। মসজিদের হক ও প্রবেশের আদব হচ্ছে এই যে, সেখানে প্রবেশ করে প্রথমত বসার পূর্বেই দুই রাক'আত সালাত আদায় করে নিবে। এ যেন বান্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে সালাত পেশ করা। এ জন্যই এ সালাতকে তাহিয়্যাতুল মাসজিদ বলা হয়। অবশ্য অধিকাংশ ইমামের মতে এই সালাত আদায় করা মুস্তাহাব।
জ্ঞাতব্য: এই হাদীসে এ মর্মে পরিষ্কার নির্দেশ এসেছে যে, মসজিদে প্রবেশের পর বসার পূর্বে দুই রাক'আত সালাত আদায় করা চাই। কখনো কখনো দেখা যায় যে, মুসল্লীরা মসজিদে প্রবেশ করে প্রথমে স্বেচ্ছায় কিছুক্ষণ বসে থাকে। তারপর দাঁড়িয়ে সালাত আদায় করে। না জানি কোথেকে এই ভ্রান্ত প্রথার প্রচলন হয়েছে। মোল্লা আলী ক্বারী হানাফী (র)-এর বিবরণ থেকে জানা যায় যে, চারশ বছর পূর্বে তাঁর যুগেও সাধারণ মুসলমানের মধ্যে এই ভ্রান্ত রুসম চালু ছিল।
জ্ঞাতব্য: এই হাদীসে এ মর্মে পরিষ্কার নির্দেশ এসেছে যে, মসজিদে প্রবেশের পর বসার পূর্বে দুই রাক'আত সালাত আদায় করা চাই। কখনো কখনো দেখা যায় যে, মুসল্লীরা মসজিদে প্রবেশ করে প্রথমে স্বেচ্ছায় কিছুক্ষণ বসে থাকে। তারপর দাঁড়িয়ে সালাত আদায় করে। না জানি কোথেকে এই ভ্রান্ত প্রথার প্রচলন হয়েছে। মোল্লা আলী ক্বারী হানাফী (র)-এর বিবরণ থেকে জানা যায় যে, চারশ বছর পূর্বে তাঁর যুগেও সাধারণ মুসলমানের মধ্যে এই ভ্রান্ত রুসম চালু ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)