মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৫৭
সালাত অধ্যায়
মসজিদে প্রবশের ও বের হওয়ার দু'আ
৫৭. হযরত আবূ উসায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন বলে- اللَّهُمَّ افْتَحْ لِي ‌أَبْوَابَ ‌رَحْمَتِكَ "হে আল্লাহ্! তুমি তোমার করুণার দ্বার আমার জন্য উন্মুক্ত করে দাও।"
আর যখন বের হয় তখন যেন বলে- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ হে আল্লাহ্! আমি তোমার ফযল ও অনুগ্রহ কামনা করি।” (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي أُسَيْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ ، فَلْيَقُلْ : اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ ، وَإِذَا خَرَجَ ، فَلْيَقُلْ : اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ ". (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

কুরআন ও হাদীসে 'রহমত' শব্দটি আখিরাতে বিশাল দয়া ও করুণার অর্থে ব্যবহৃত হয়। আর 'ফাযল' শব্দটি দুনিয়ায় জীবিকা ও অপরাপর প্রচুর নি'আমত প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এজন্য রাসূলুল্লাহ ﷺ মসজিদে প্রবেশকালে রহমতের দ্বার উন্মুক্ত করার জন্য আল্লাহর কাছে দু'আ করার নির্দেশ দিয়েছেন। কেননা মসজিদে দীনি, আধ্যাত্মিক ও আখিরাতে নি'আমত অর্জনের শ্রেষ্ঠতম স্থান এবং মসজিদ থেকে বের হওয়ার সময় দুনিয়ার জীবনে আল্লাহর ফযল ও অনুগ্রহ চাওয়ার শিক্ষা দিয়েছেন। কেননা মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার জীবনে এ দু'আ করাই বাঞ্ছনীয়। এ উভয় দু'আর উদ্দেশ্য হচ্ছে এই যে, মানুষ যাতে মসজিদে প্রবেশকালে এবং বের হওয়ার সময় সর্বতোভাবে আল্লাহ্ অভিমুখী হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান