মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৪৯
সালাত অধ্যায়
আযানের উত্তর এবং তার পরবর্তী দুআ
৪৯. হযরত সা'দ ইবন্ আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি মু'আযযিনের আযান শুনে "আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা-শারীকালাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাববাওঁ ওয়া বি মুহাম্মাদিন রাসূলাও ওয়া বিল ইসলামি দিনা" (আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, তিনি এক, তাঁর কোন অংশীদার নেই এবং মুহাম্মদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। আমি আল্লাহকে প্রতিপালকরূপে, মুহাম্মদ ﷺ কে রাসূলরূপে এবং ইসলামকে দীন হিসেবে পেয়ে সন্তুষ্ট"-এই দু'আ পাঠ করবে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : « مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا ، وَبِالْإِسْلَامِ دِينًا ، غُفِرَ لَهُ ذَنْبُهُ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

সৎকাজ করার ফলে যে পাপ বিমোচিত হয় সে বিষয় উযূর ফযীলাত অধ্যায়ে সবিস্তারে আলোচিত হয়েছে স্মরণ রাখা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান