মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৪০
সালাত অধ্যায়
আযান ও ইকামত সম্পর্কীয় কতিপয় নির্দেশ
৪০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ (সা.) বলেছেন: ইমাম হলো যামিন এবং মু'আযযিন হলো আমানতদার। হে আল্লাহ্! ইমামদের সৎপথ দেখাও এবং মু'আযযিনদের ক্ষমা কর। (আহমাদ, আবূ দাউদ, তিরমিযী ও শাফিয়ী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الإِمَامُ ضَامِنٌ ، وَالمُؤَذِّنُ مُؤْتَمَنٌ ، اللَّهُمَّ أَرْشِدِ الأَئِمَّةَ ، وَاغْفِرْ لِلْمُؤَذِّ نِينَ. (رواه احمد وابوداؤد والترمذى والشافعى)

হাদীসের ব্যাখ্যা:

ইমাম তার নিজের সালাত ব্যতীত মুক্তাদীদের সালাতেরও যিম্মাদার। সুতরাং সাধ্যমত বাহ্যিক-আভ্যন্তরীণ সর্বদিক সুসামঞ্জস্য করে সালাতের ইমামতি করার চেষ্টা করা উচিত। মু'আযযিনের আযানের উপর লোকেরা সাধারণত ভরসা করে থাকে। সুতরাং কঠোরভাবে নিজ প্রবৃত্তি দমন ও নিজকে বিশুদ্ধ চিত্ত করে যথাসময়ে আযান দেওয়া চাই। এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ ইমাম ও মু'আযযিনের যিম্মাদারীর ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের কল্যাণের লক্ষ্যে দু'আ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান