মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩৭
সলাত অধ্যায়
আযান ও ইকামত সম্পর্কীয় কতিপয় নির্দেশ
৩৭. রাসূলুল্লাহ ﷺ-এর (কু'বা মসজিদের) মু'আযযিন সা'দ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বিলাল (রা) কে তাঁর দুই আঙ্গুল দুই কানের মধ্যে ঢুকাতে নির্দেশ দেন এবং বলেন, এ পদ্ধতি তোমার কণ্ঠস্বর উচ্চ করবে। (ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ سَعْدٍ ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَالًا أَنْ يَجْعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ، وَقَالَ : « إِنَّهُ أَرْفَعُ لِصَوْتِكَ » . (رواه ابن ماجه)