মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ২৯
সালাত অধ্যায়
শেষ ওয়াক্তে সালাত আদায় প্রসঙ্গ
২৯. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন তোমার উপর এমন ভ্রান্ত শাসক হবে যারা সালাতকে মিশ্রণ করে (বিনয়ভাব ও নিষ্ঠা ছাড়াই) সালাত আদায় করবে, অথবা বলেছেন, যারা নির্ধারিত সময় থেকে বিলম্বে সালাত আদায় করবে তখন তুমি কি করবে? (আবু যার (রা) বলেন) আমি বললাম, এমন অবস্থায় আপনি আমাকে কি করতে বলেন? রাসূলুল্লাহ ﷺ বললেন: তুমি যথাসময় সালাত আদায় করে নিবে। তারপর তাদের সাথেও যদি সালাত পাও, তবে তুমি আবার সালাত আদায় করে নেবে এবং এ সালাত হবে তোমার জন্য নফল। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : ‏‏‏‏ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‏‏‏‏ " كَيْفَ أَنْتَ ، ‏‏‏‏‏‏إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُمِيتُونَ الصَّلَاةَ ، ‏‏‏‏‏‏أَوْ يُؤَخِّرُونَ عَنْ وَقْتِهَا؟ قَالَ : ‏‏‏‏‏‏‏‏ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ، ‏‏‏‏‏‏فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ ، ‏‏‏‏‏‏فَصَلِّ ، ‏‏‏‏‏‏فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ ". (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বনূ উমায়‍্যার কোন কোন শাসকের আমলে সালাত আদায়ে এমন গড়িমসি লক্ষ্য করা যেত। হযরত আনাস (রা) সহ যে সকল সাহাবা ও অধিকাংশ প্রবীন তাবিঈ বনূ উমায়্যার যুগে বেঁচে ছিলেন, তাঁরা এ পরীক্ষার সম্মুখীন হন এবং তাঁরা রাসূলুল্লাহ ﷺ এর এই নির্দেশ অনুযায়ী আমল করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান