মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ২৮
সালাত অধ্যায়
শেষ ওয়াক্তে সালাত আদায় প্রসঙ্গ
২৮. হযরত আলী (রা) সূত্রে বর্ণিত যে, নবী কারীম ﷺ বলেছেন: হে আলী! তিনটি বিষয় বিলম্ব করো না। সালাত যখন তার সময় হয়, জানাযা যখন তা উপস্থিত করা হয় এবং স্বামীবিহীন নারী যখন তুমি উপযুক্ত পাত্র (কুফু) পাও। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ عَلِيٍّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ‏‏‏‏‏‏قَالَ : ‏‏‏‏ " يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا : ‏‏‏‏ الصَّلَاةُ إِذَا اَتَتْ ، ‏‏‏‏‏‏وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ ، ‏‏‏‏‏‏وَالْأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْوًا " (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত তিনটি কাজ সর্বদা তাড়াতাড়ি সম্পন্ন করা উচিত। কোন স্বামীবিহীন মহিলার যদি সমতাসম্পন্ন পাত্র পাওয়া যায়, তবে বিয়ে সম্পাদন করতে বিলম্ব না করা চাই। অনুরূপভাবে কারো জানাযা উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে দাফন কাফন করা চাই এবং বিলম্ব করা উচিত নয়। অনুরূপ সালাতের (আদায়ের) সময় হলেই তা তাৎক্ষণিকভাবে আদায় করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান