মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং:
সলাত অধ্যায়
সালাত বর্জন ঈমানের পরিপন্থী এবং কুফরী কাজ
৭. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। নবী কারীম ﷺ একদা শীতের মওসূমে বের হন আর তখন গাছের পাতা ঝরে পড়ছিল। এসময় তিনি একটি গাছের দু'টি শাখা হাতে ধরেন। (বর্ণনাকারী) বলেন, তখন তিনি বললেনঃ হে আবু যার! আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি উপস্থিত। তিনি বললেনঃ মুসলিম বান্দা যখন একমাত্র আল্লাহর উদ্দেশে সালাত আদায় করে তখন তার পাপসমূহ বিমোচিত হয়, যে ভাবে এই গাছের পাতা ঝরে পড়ছে। (আহমাদ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي ذَرٍّ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ زَمَنَ الشِّتَاءِ وَالْوَرَقُ يَتَهَافَتُ ، فَأَخَذَ بِغُصْنَيْنِ مِنْ شَجَرَةٍ ، قَالَ : فَجَعَلَ ذَلِكَ الْوَرَقُ يَتَهَافَتُ ، قَالَ : فَقَالَ : « يَا أَبَا ذَرٍّ » قُلْتُ : لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ : « إِنَّ الْعَبْدَ الْمُسْلِمَ لَيُصَلِّي الصَّلَاةَ يُرِيدُ بِهَا وَجْهَ اللَّهِ ، فَتَهَافَتُ عَنْهُ ذُنُوبُهُ كَمَا يَتَهَافَتُ هَذَا الْوَرَقُ عَنْ هَذِهِ الشَّجَرَةِ » (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

সূর্যের কিরণ ও মওসূমগত কারণে যেমন গাছের পাতা শুকিয়ে যায় এবং যৎসামান্য নাড়া দিলেই যেমন ঝরে পড়ে অনুরূপ কোন মু'মিন লোক যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সালাত আদায় করে, তবে আল্লাহর দীপ্তিময় জ্যোতি তার পাপ রাশির দুর্গন্ধ দূর করে তাকে পূতপবিত্র করে তুলে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান