মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং:
সলাত অধ্যায়
সালাত বর্জন ঈমানের পরিপন্থী এবং কুফরী কাজ
৪. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনুল আ'স (রা) সূত্রে নবী কারীম ﷺ থেকে বর্ণিত। একদা তিনি সালাত প্রসেঙ্গ বলেন: যে ব্যক্তি তা সংরক্ষণ করবে কিয়ামতের দিন তার জন্য তা জ্যোতি (কিয়ামতের অন্ধকারে সে আলো পাবে, আল্লাহর আনুগত্যের) প্রমাণ ও নাজাতের কারণ হবে।
পক্ষান্তরে যে ব্যক্তি তা সংরক্ষণ করবে না বরং গাফলতি করল তা তার জন্য কিয়ামতের দিন জ্যোতি, প্রমাণ কিংবা মুক্তির কারণ হবে না। সুতরাং কারূন, ফিরাউন, হামান ও (মক্কার কাফিরদের অন্যতম নেতা) উবাই ইবনে খালফের সাথে তার কিয়ামত হবে। (আহমাদ, দারিমী এবং বায়হাকীর শু'আবুল ঈমান)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ : ذَكَرَ اَمْرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ : " مَنْ حَافَظَ عَلَيْهَا؟ كَانَتْ لَهُ نُورًا ، وَبُرْهَانًا ، وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ ، وَلَا بُرْهَانٌ ، وَلَا نَجَاةٌ ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ ، وَفِرْعَوْنَ ، وَهَامَانَ ، وَأُبَيِّ بْنِ خَلَفٍ " (رواه احمد والدارمى والبيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

সালাত বর্জন এমন গুরুতর অপরাধ যার ফলে সালাত বর্জনকারী জাহান্নামে পৌঁছে যায় যেখানে ফির'আউন, হামান, কারূন ও উবাই ইবনে খালফের স্থান হবে। তবে সকল জাহান্নামীর শাস্তি কিন্তু একই রাখা হবে না। কারণ একটি জেলখানায় অনেক আসামী থাকলেও অপরাধ অনুসারে প্রত্যেকের ভিন্ন ভিন্ন শাস্তি হয়ে থাকে। কেননা ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ "অন্ধকারপুঞ্জ স্তরের উপর স্তর।" (২৪, সূরা নূর: ৪০)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান