মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ২৫
পবিত্রতা অধ্যায়
মিসওয়াকের গুরুত্ব ও ফযীলত
২৫. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: জিব্রাঈল যখনই আমার নিকট আসতেন তখনই আমাকে মিস্ওয়াক করতে বলতেন। এতে আমি শংকিত হয়ে পড়েছিলাম যে, আমি আমার মুখের সম্মুখভাগ (মাড়ি) না ক্ষয় করে ফেলি (মুসনাদে আহমাদ)।
کتاب الطہارت
عَنْ أَبِي أُمَامَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَا جَاءَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ قَطُّ إِلَّا أَمَرَنِي بِالسِّوَاكِ ، لَقَدْ خَشِيتُ أَنْ أُحْفِيَ مُقَدَّمَ فِيَّ " (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
হযরত জিব্রাঈল (আ) কর্তৃক বারবার মিস্ওয়াক করার প্রতি গুরুত্বারোপ মূলতঃ আল্লাহরই নির্দেশের অন্তর্ভুক্ত। এর বিশেষ রহস্য এও হতে পারে যে, যিনি সময় সময় মহান আল্লাহ্ কর্তৃক সম্বোধিত হন এবং আল্লাহর এ মহান ফিরিশতা যাঁর কাছে বারবার আসেন এবং আল্লাহর বাণী পাঠ করে শুনান ও একান্ত প্রয়োজনীয় বিষয়ের দিক-নির্দেশনা দেন তাঁর মিস্ওয়াকের প্রতি বিশেষ যত্নবান থাকা উচিত। এজন্যই রাসূলুল্লাহ ﷺ এতবেশী গুরুত্ব সহকারে মিস্ওয়াক করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)