মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৫৮
আখলাক অধ্যায়
আল্লাহ রিয়া প্রকাশ করে দিবেন
২৫৮. হযরত জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেনঃ যে অন্যকে শোনানোর জন্য কিছু করে, আল্লাহ তা অন্যকে শোনাবেন এবং যে অন্যকে দেখানোর জন্য কিছু করে, আল্লাহ তা অন্যকে দেখাবেন। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنِ جُنْدُبٍ قَالَ : قَالَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ « مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

অন্যকে শোনানোর জন্য বা অন্যকে দেখানোর জন্য যে কাজ করা হয়, তাকে রিয়া বলা হয় এবং যে নেক আমলের মধ্যে সামান্যতম রিয়া হয়েছে, আল্লাহ তা কবুল করবেন না। তিনি রিয়াকারীদের লজ্জিত ও অপমানিত করার জন্য তাদের তথাকথিত নেক আমলের গোপন রহস্য ও উদ্দেশ্য হাশরের ময়দানের মানুষের কাছে প্রকাশ করে দিবেন। তাদের রিয়ার জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং আখিরাতবাসিগণ তাদের জঘন্য অপরাধ জানতে পারবে। দুনিয়ার যিন্দেগীতেও আল্লাহ রিয়াকারীদেরকে অপমানিত করেন। মানুষ রিয়াকারীদেরকে ঘৃণা করে। রিয়াকারিগণ মানুষকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করে কিন্তু মানুষ তাদের উপর অসন্তুষ্ট থাকে। তাই রিয়াকারিগণ দুনিয়া ও আখিরাতে ঘৃণিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান