মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৫৩
আখলাক অধ্যায়
রিয়া: রিয়া এক ধরনের শিরক
২৫৩. হযরত শাদ্দাদ ইবন আউস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছেন: যে দেখানোর জন্য নামায পড়ল, সে শিরক করল, যে দেখানোর জন্য রোযা রাখল, সে শিরক করল এবং যে দেখানোর জন্য দান-খয়রাত করল, সে শিরক করল। (আহমদ)
کتاب الاخلاق
عَنْ شَدَّادِ ابْنِ اَوْسٍ : قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ صَلَّى يُرَائِي فَقَدْ أَشْرَكَ ، وَمَنْ صَامَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ ، وَمَنْ تَصَدَّقَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ " (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর সত্তা, গুণ, অধিকার এবং ক্ষমতার সাথে কোন বস্তু, মানুষ বা প্রতিষ্ঠানকে শরীক করা শিরক। কোন ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানকে আল্লাহ বলা বা আল্লাহর মর্যাদা দান করা বা আল্লাহর ক্ষমতা ও অধিকার কারো প্রতি জ্ঞাত বা অজ্ঞাতসারে আরোপ করা শিরক। যে ব্যাক্তি শিরক করে, আল্লাহ তাকে খুব অপসন্দ করেন এবং তাকে আখিরাতে আগুনের আযাবের দ্বারা শাস্তি প্রদান করবেন।

রিয়া বা লোক দেখানো সৎকাজও এক ধরনের শিরক। যদি কোন বিশ্বাসী ব্যক্তি লোক দেখানোর জন্য সৎকর্ম করে, তাহলে তার ঈমান এবং নামায, রোযা, যাকাত প্রভৃতি গুরুত্বপূর্ণ ইবাদতও তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর আদালতে সে শিরকের অভিযোগে অভিযুক্ত হবে। নেক আমল করার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। নিয়্যত বিশুদ্ধ হলে সওয়াব পাওয়া যাবে। নিয়্যত বিশুদ্ধ না হলে শুধু নেক আমল বরবাদই হবে না, তার সাথে তথাকথিত নেক আমলকারীকেও শাস্তি ভোগ করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান