মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২২৮
আখলাক অধ্যায়
হায়া কল্যাণ বয়ে আনে
২২৮. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: হায়া কল্যাণ ছাড়া অন্য কিছু নিয়ে আসে না। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « الحَيَاءُ لاَ يَأْتِي إِلَّا بِخَيْرٍ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হায়ার ফল ও বরকত অফুরন্ত। হায়ার অধিকারী তার হায়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় না; বরং হায়া কল্যাণের কারণ হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে দূরদর্শিতার অভাবে সাধারণ মানুষ হায়া অবলম্বনের মধ্যে তার লোকসান অনুভব করে। কিন্তু বিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, যেখানে লোকসানের আশঙ্কা করা হয়েছে, সেখানেও হায়ার বদৌলতে কল্যাণ রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান