মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২১৯
আখলাক অধ্যায়
বিনয়-নম্রতা ও গর্ব-অহংকার

বিনয় ও নম্রতা ঐসব সদগুণের অন্যতম, কুরআন ও হাদীসে যেগুলোর প্রতি সবিশেষ জোর দেওয়া হয়েছে এবং এসবের প্রতি খুবই উৎসাহ প্রদান করা হয়েছে। এর কারণ এই যে, মানুষ হচ্ছে বান্দা। আর বান্দার সৌন্দর্য ও কৃতিত্ব এটাই যে, তার প্রতিটি কর্মে দাসত্ব ও বিনয় ফুটে উঠবে। বস্তুতঃ বিনয় ও নম্রতা দাসত্বেরই পরিচায়ক। পক্ষান্তরে অহংকার ও গর্ব হচ্ছে বড়ত্ব ও প্রভুত্বের দাবী। এ জন্যই এটা বান্দাসুলভ আচরণের সম্পূর্ণ পরিপন্থী এবং একমাত্র আল্লাহ্ জন্যই শোভনীয়।

আল্লাহ নবী ﷺ-কে বিনয়ী হওয়ার হুকুম করেছেন
২১৯. হযরত আয়ায ইবন হিমার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে বিনয়ী হওয়ার জন্য হুকুম করেছেন যাতে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যুলম না করে এবং একজন অপরজনের বিরুদ্ধে অহঙ্কার না করে। (আবূ দাউদ)
کتاب الاخلاق
عَنْ عَيَاضِ بْنِ حِمَارٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ ، أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ وَلَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ.

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ যালিম এবং অহঙ্কারীকে ভালবাসেন না। যুলম এবং অহঙ্কার সমাজের শান্তি ও সংহতি বিনষ্ট করে এবং ঝগড়া-বিবাদ ও শত্রুতার সৃষ্টি করে। যুলম ও অহঙ্কার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে এবং জান্নাতের সুখ-শান্তি থেকে বঞ্চিত করে। তাই আল্লাহ যুলম ও অহঙ্কার বন্ধ করার জন্য মানুষকে বিনয়ী ও নম্র হওয়ার হুকুম করেছেন। অপর এক হাদীসে অনাড়ম্বর, ভদ্র, মিশুক এবং বিনম্র ব্যক্তির জন্য দোযখের আগুন হারাম ঘোষণা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান